আমার মনের কথা বলার লোক নেই : দেব - InfoSight

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 13 October 2025

আমার মনের কথা বলার লোক নেই : দেব

ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির হার্টথ্রব নায়ক দেব। প্রায় দুই দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু অভিনয়ে থমকে যাননি। বরং রাজনীতিতে নাম লিখিয়ে পেয়েছেন সফলতা। তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। তবে দেব তার বর্তমান অবস্থান সহজে পাননি। বরং দীর্ঘ সংগ্রামের গল্প লুকিয়ে আছে তার জীবনে। মানুষ সফল হতেই পরিশ্রম করেন, দিন-রাত ছুটে বেড়ান। আবার সাফল্য ধরা দিলেও বিড়ম্বনায় পড়তে হয়। অন্তত দেবের ক্ষেত্রে তেমনি হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, দেবকে এখনো যুদ্ধ করতে হয়? জবাবে দেব বলেন, “নিজের বন্ধুদের সঙ্গেই যুদ্ধ করতে হয়, বিশেষত মানসিকভাবে। তা নিয়ে অবশ্য আমার কোনো অভিযোগ নেই। এখন এটাই তো প্রক্রিয়া হয়ে গিয়েছে। সিনেমা তৈরি করা সহজ। বরং প্রচার আর মুক্তি দেওয়া কঠিন।” আমার মনের কথা বলার লোক নেই। যদি কাউকে বলি, তার হয়তো আমার চেয়েও বেশি মন খারাপ হবে। ভাববে, দেবের মনে এই কষ্ট!তাই মা-বাবাকেই বলতে হয়। যখনই মনে হয় আর পারছি না, তখনই ছুটে যাই মা বাবার কাছে। ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে দেবের জার্নি শুরু হয়। যদিও এ সিনেমা বক্স অফিসে সফল হয়নি। তবে দেবের দ্বিতীয় সিনেমা ‘আই লাভ ইউ’ (২০০৭) তার ক্যারিয়ার বদলে দেয়। কিন্তু অনেকেরই হয়তো অজানা অভিনয়ে পা রাখার আগে ক্যাটারার বাবার সহকারী হিসেবে মুম্বাইয়ের সিনে-ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দেব। কলেজে পড়ার সময় বাবাকে কাজে সাহায্য করতেন তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতকে খুব কাছ থেকে দেখে শাহরুখ খান হওয়ার ইচ্ছে জাগে দেবের।

Pages