দুবাইয়ের মাটিতে একসঙ্গে দেব ও অনির্বাণ! কেমন হল 'রঘুডাকাত'-এর বিদেশ সফর? - InfoSight

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 13 October 2025

দুবাইয়ের মাটিতে একসঙ্গে দেব ও অনির্বাণ! কেমন হল 'রঘুডাকাত'-এর বিদেশ সফর?

বক্সঅফিসে বেশ ভালই ফল করেছে 'রঘুডাকাত'। রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে এই ছবি এবার পাড়ি দিল বিদেশে। এর আগেও নিজের ছবি নিয়ে দেশের বাইরে গিয়েছেন দেব। এবারেও সেই ধারা অব্যাহত। নায়কের এবারের গন্তব্য দুবাই। শনিবার সেখানেই হয়েছে ছবির প্রিমিয়ার। দুবাইয়ের মঞ্চে একসঙ্গে ধরা দিলেন পর্দার রঘু ও অহীন্দ্র বর্মন। অর্থাৎ দেব ও অনির্বাণ ভট্টাচার্যর জুটিকে দেখে বিদেশের মাটিতেও আপ্লুত দর্শক। সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। এই যাত্রায় দেবের সহযাত্রী তাঁর গোটা পরিবার। রয়েছেন বাবা-মা ও বোনও। সমাজমাধ্যমে পরিবারের সঙ্গে ছবি ভাগ করেছেন দেব নিজেই। একইসঙ্গে বিমানের অভিজ্ঞতার ঝলকও ভাগ করে নিয়েছেন নিজেই। দেবের ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের তরফেই দেওয়া হয়েছে 'ওয়েলকাম ডেসার্ট'। সেখানে লেখা, 'তোমায় স্বাগত দেব। স্বাগত রঘুডাকাত'। বাবা-মা, বোনের ছবিও ভাগ করে নিয়েছেন দেব নিজেই।

Pages