সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কু'পিয়ে মারলেও সে হিরোই থাকে ৷ আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই ৷..." 10 বছরের বেশি সময় লাগল পর্দায় 'ধূমকেতু' আসতে ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, দেব-শুভশ্রী অভিনীত এক অসমাপ্ত প্রেম কাহিনি-র ছোট্ট ঝলক পর্দায় ৷ মুক্তি পেল 'ধূমকেতু' টিজার।
চলতি বছরের 14 অগস্ট সাড়ম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পথে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং দেব, শুভশ্রী ডঅভিনীত 'ধূমকেতু'। এর আগে ছবির পোস্টার-সহ সিনেমার মুক্তির দিনা সামাজিক মাধ্যমে সামনে আনে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস'। এবার টিজার ৷ প্রস্থেটিক মেকআপে দেব-কে পর্দায় চেনা দায় ৷ টিজার শুরু হয়েছে দেবের ব্যাকগ্রাউন্স ভয়েসে ৷
যেখানে তাঁর সংলাপে উঠে আসে, "গত নয় বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি ৷ আমি কোনও দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে ৷ আমি আর মৃত্যুকে ভয়ই পাই না ৷..." টিজারের ঝলকে ধরা পড়েছে দেব-শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি, বিরহ, চোখা সংলাপ আর দার্জিলিংয়ের মনোরম দৃশ্য ৷
নেটিজেনদের প্রতিক্রিয়া
দেব-শুভশ্রীকে সিলভার স্ক্রিনে পুনরায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগী থেকে দর্শকরাও ৷ কেউ লিখেছেন, "সেই 12 বছর পিছিয়ে গেলাম.. কিছুটা ছোটো বেলার স্বাদ পেলাম। পুরোনো দেব শুভশ্রী জুটি আহা " আবার কারোর কথায়, "আমি টাইম ট্রাভেল করে ফেলেছি পুনরায়, দীর্ঘ 12 বছর পর. শরীর খুঁজে পেল ভালোবাসার স্নিগ্ধতা. বহু বছরের জমে থাকা,অপেক্ষার অবসান ঘটিয়ে-ধরা দিলো আমাদের ভালোবাসার জুটি গুরুদেব ও শুভশ্রী ৷" টিজার মুক্তির সঙ্গে সঙ্গে তা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
এর আগে পোস্টারে দেখা গিয়েছে, ফায়ারপ্লেসের সামনে বসে রয়েছে এক বৃদ্ধ। পিছন দিক থেকে তোলা হয়েছে ছবিটি। এই সিনেমায় দেব-কে দেখা যাবে এক বৃদ্ধের লুকে। প্রসঙ্গত, প্রযোজক রানা সরকারের প্রযোজনায় মুক্তি পেয়েছে নতুন ছবি, 'অঙ্ক কী কঠিন'। আর এবার বহু প্রতীক্ষিত 'ধূমকেতু'র মুক্তির পালা ৷ গল্পের দিকে তাকালে দেখা যায়, মেঘ বিবাহিত। সে উত্তর সিকিমের একটা টি এস্টেটের ম্যানেজার পদে কর্মরত। হঠাতই সে চাকরিটি হারায়। শুরু হয় তার জীবন যুদ্ধ। পরিবারকে সুখী রাখতে সে কী কী করে সেটাই দেখার এই ছবিতে।
Post Top Ad
Responsive Ads Here
Thursday, 17 July 2025

Home
Unlabelled
আসছে দেব-শুভশ্রীর অসমাপ্ত প্রেম কাহিনি..
আসছে দেব-শুভশ্রীর অসমাপ্ত প্রেম কাহিনি..
Share This
About Kosto